Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদকের ড্রয়িং-ডিজাইন আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২১ ২০:৫২

ঢাকা: দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়ন ও মানবিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া উদ্যোগ সর্বত্র ছড়িয়ে দিতে ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ চালু করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এই পদক প্রস্তুতের জন্য অভিজ্ঞ ডিজাইনারদের কাছ থেকে পদকের ড্রয়িং ও ডিজাইন আহ্বান করা হয়েছে।

সোমবার (৯ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা, প্রতিবন্ধীসহ সমাজের অবহেলিত বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মিয়ানমার সরকারের নীপিড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাপক প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কাজে বিশ্বে তিনি ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।

বিজ্ঞাপন

‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’-এর নীতিমালা অনুযায়ী ব্যক্তি পর্যায়, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান এবং সরকারি দফতর/সংস্থা বা প্রতিষ্ঠান থেকে পাঁচটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবজ্জ্বল ভূমিকার জন্য ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক ২০২০-২০২১’ দেওয়া হবে। এই পদকের জন্য ডিজাইন আহ্বান করা হয়েছে। শ্রেষ্ঠ নির্বাচিত ডিজাইনারকে উপযুক্ত সম্মানি দেওয়া হবে।

পদকের বর্ণনায় বলা হয়েছে, পদকের সামনের দিকে ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ এবং নিচে ‘বাংলাদেশ’ শব্দ স্পষ্টাক্ষরে লেখা থাকবে। মাঝের অংশে থাকবে জাতীয় প্রতীক। পদকের পেছনের অংশে ওপরে ছোট বৃত্তে থাকবে মাদার অব হিউম্যানিটি খেতাবপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, প্রতিকৃতির বাম দিকে খ্রিস্টাব্দ ও ডান দিকে থাকবে বঙ্গাব্দ। এর নিচে পদকের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এবং অবদানের ক্ষেত্র গ্রথিত থাকবে। পদকের রেপ্লিকার সামনে ও পেছনে পদকের অনুরূপ লেখা, ডিজাইন ও প্রতিকৃতি থাকবে।

বিজ্ঞাপন

মূল স্বর্ণপদক ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনা দ্বারা নির্মিত হবে। মূল পদকের পরিধি হবে ৪৫ মিলিমিটার এবং ফিতা ঝুলানোর জন্য আয়তাকার রিংয়ের দৈর্ঘ্য হবে ৩০ মিলিমিটার, প্রস্থ ৭ মিলিমিটার। রেপ্লিকার পরিধি হবে ৩০ মিলিমিটার এবং ফিতা ঝুলানোর জন্য আয়তাকার রিংয়ের মাপ হবে ২০ মিলিমিটার।

আগ্রহী ডিজাইনারদের মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদকের নমুনাসহ বিস্তারিত ড্রয়িং-ডিজাইন সিলমোহর করা খামে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ‘মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর, আগারগাঁও, ঢাকা’ কার্যালয়ে দাখিলের জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। নীতিমালাসহ বিস্তারিত তথ্য সমাজকল্যাণ মন্ত্রণালয় (www.msw.gov.bd) ও সমাজসেবা অধিদফতরের (www.dss.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

সারাবাংলা/জেআর/টিআর

মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক সমাজকল্যাণ মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর