Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাঠিটিলা বনভূমিকে সাফারি পার্ক করার পরিকল্পনা বাতিলের দাবি

সারাবাংলা ডেস্ক
১০ আগস্ট ২০২১ ০৮:৪১

ঢাকা: মৌলভীবাজারের লাঠিটিলার চিরসবুজ ও দেশের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ বনভূমিতে সাফারি পার্ক নির্মাণে বন বিভাগের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সংশ্লিষ্ট সাংবাদিকদের হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় তীব্র ক্ষোভ, উদ্বেগ প্রকাশ করছে

পর্যটনের নামে পরিবেশ বিধ্বংসী এ জাতীয় প্রকল্প গ্রহণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করার পাশাপাশি টিআইবি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের ভয়-ভীতি প্রদশর্নকে স্বাধীন গণমাধ্যমের হুমকি হিসেবে বিবেচনা করছে। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের ভয়-ভীতি দেখানোর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘মৌলভীবাজারে জাতীয় উদ্যানসহ বেশ কয়েকটি ইকোপার্ক থাকা স্বত্ত্বেও ক্রান্তীয় চিরসবুজ বনে সাফারি পার্ক নির্মাণের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা কতটুকু?
দুর্নীতি, অনিয়ম ও ঘুষের অভিযোগে গ্রেফতার হওয়া একজন সাবেক বন সংরক্ষকের নেতৃত্বে হওয়া একটি সমীক্ষার ওপর নির্ভর করে সংরক্ষিত বনের মধ্যে সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা এই উদ্যোগের সার্বিক উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করেছে।’

সংরক্ষিত বনের মধ্যে সাফারি পার্ক স্থাপন এবং অবকাঠামো নির্মাণ হলে জীববৈচিত্র্য ধ্বংস হওয়াসহ বন্য প্রাণীর অস্তিত্ব বিলুপ্তি এবং দীর্ঘমেয়াদে পুরো বন ধ্বংস হয়ে যাওয়ার যে আশঙ্কা পরিবেশ বিশেষজ্ঞরা করছেন, তা অমূলক নয়। এই সংরক্ষিত বনে সাফারি পার্ক স্থাপন করা হলে বনের মধ্যে ছয়টি গ্রামের তিনশ পরিবার ও বননির্ভর স্থানীয় জনগোষ্ঠী উচ্ছেদের আশঙ্কা রয়েছে। তাই লাঠিটিলায় সংরক্ষিত বনাঞ্চলে সাফারি পার্ক নির্মাণ না করে স্থানীয় অধিবাসী ও বিশেষজ্ঞদের মতমতের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানায় টিআইবি।

বিজ্ঞাপন

পরিবেশ বিধ্বংসী এই প্রকল্প বাস্তবায়নের আগে ব্যাপকভিত্তিক পর্যালোচনা জরুরি উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘সংরক্ষিত বনভূমিতে সাফারি পার্ক নির্মাণের বিষয়ে প্রকাশিত সংবাদের জেরে স্থানীয় সাংবাদিকদের বাসা ঘেরাও, হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি স্বরুপ। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি।’

সারাবাংলা/এমও

টিআইবি বন বিভাগ লাঠিটিলা বনভূমি সাফারি পার্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর