দূর্গাপুর সীমান্তে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
১০ আগস্ট ২০২১ ১৩:৫২
নেত্রকোনা: জেলার সীমান্তবর্তী দূর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ওষুধের মূল্য চার লাখ ৮৫ হাজার ৫১৬ টাকা।
জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে ১২৪০ পিস থ্যালি ডোমাইড ক্যাপসুল (১০০ এমজি), তিন হাজার পিস থ্যালি ডোমাইড ক্যাপসুল (৫০ এমজি), ছয় হাজার পিস ট্যাপান্টেডল ট্যাব (১০০ এমজি), ১০৯২ পিস স্টেরাইল ডোপামাইন কনসেন্ট্রেট আইপি (১২০ এমজি), তিনশ’ পিস থ্রোম্বোফবজেল (২০ গ্রাম) এবং ৮৪ পিস ছাড়ডি প্রাইম (০.৫ এমজি)।
সোমবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের অবিস্থত বারমারী বিওপি’তে (বর্ডার অবজারবেশন পোস্ট) দায়িত্বরত নায়েক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এসময় ছয় জাতের ভারতীয় ওষুধ জব্দ করে বিজিবির সদস্যরা।
জব্দ করা ওষুধের মূল্য চার লাখ ৮৫ হাজার ৫১৬ টাকা। বিজিবির উপস্থিতি টের পাওয়াতে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি ওই টহল দলটি। এসব ভারতীয় ওষুধ নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানান ৩১ বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
সারাবাংলা/এমও