Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণটিকা কর্মসূচি বুমেরাং হতে পারে: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ১৫:২২

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, টিকা এবং গণটিকা নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। তাই অপরিকল্পিত এই গণটিকা কর্মসূচি বুমেরাং হতে পারে।’

মঙ্গলবার (১০ আগস্ট) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।

বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘গণটিকা কর্মসূচিতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় করোনা আরও ভয়াবহ রূপে ছড়িয়ে পড়তে পারে। অনেক অসুস্থ ও বৃদ্ধ মানুষ লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নানা হয়রানির শিকার হয়েও টিকা পায়নি। আবার প্রয়োজন অনুযায়ী টিকা সংগ্রহ করতে না পারলে, গণটিকা কর্মসূচি আবারও মুখ থুবড়ে পড়তে পারে। এ নিয়ে জনমনে হতাশা বিরাজ করছে।’

গত ৭ আগস্ট থেকে ১২ আগস্ট চলমান গণটিকা কর্মসূচির আওতায় ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে উল্লেখ করে বিরোধী দলের এ নেতা বলেন, ‘কিন্তু গত তিন দিনেই লক্ষ্যমাত্রার প্রায় তিন গুণ টিকা গ্রহণ করেছেন সাধারণ মানুষ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গণটিকা কেন্দ্রগুলোতে বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। শারীরিক দূরুত্বের বালাই নেই, মাস্ক নেই অনেকের মুখে। স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগও উঠেছে।’

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ‘দেশের ১৭ কোটি মানুষের জন্য প্রয়োজন হবে কমপক্ষে ২৭ কোটি ডোজ টিকা। তাই গণটিকা কর্মসূচি চালু রাখতে সরকারকে এখনই বিভিন্ন উৎস থেকে দ্রুত টিকা সংগ্রহ করতে হবে। প্রতিদিন সরকারের মন্ত্রীরা টিকা প্রাপ্তির বিষয়ে আশ্বাসের বাণী শোনাচ্ছেন।’ কিন্তু টিকা প্রাপ্তি ও টিকাদান কর্মসূচি সম্পর্কে স্বচ্ছ ও সুস্পষ্ট ধারণা জনগণ পাচ্ছে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

গণটিকা কর্মসূচি জি এম কাদের বুমেরাং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর