দুর্গাপুরে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
১০ আগস্ট ২০২১ ১৭:৩৪
নেত্রকোনা: করোনাভাইরাসের (কোভিড-১৯) উচ্চ সংক্রমণের সময় কঠোর বিধিনিষেধ থাকার পরও নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে ৫৫ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক এ এস এম জাকারিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। উপজেলার সীমান্তবর্তী কয়লাপোর্ট এলাকা থেকে গতকাল সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় অবৈধভাবে দেশে আনা এসব পণ্য আটক করে নেত্রকোনা বিজিবির সদস্যরা।
আটককৃত ভারতীয় পণ্যের মধ্যে বিভিন্ন প্রকার শ্যাম্পু, বিভিন্ন প্রকার নারিকেল তেল, বিস্কুট, হরলিকস ও চকলেট রয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত পণ্যগুলোর আনুমানিক মূল্য ৫৫ লাখ ২৯ হাজার ৫৫৪ টাকা। করোনায় কঠোর বিধিনিষেধের মধ্যেও চোরকারবারীরা যেসব মালামাল নিয়ে আসছে সবকিছু ধরে জব্দ করছে বিজিবি।
এম জাকারিয়া আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সীমান্তে অভিযান পরিচালনা করে বিজয়পুর বিওপির নায়েব সুবেদার মো. আবুল আলম চৌধুরীসহ ১০ সদস্যের একটি টহল দল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান— বিধিনিষেধ অমান্য করে এক শ্রেণির অসাধু লোক প্রায়়ই ভারত থেকে চোরাইপথে বিভিন্ন মালামাল নিয়ে আসছে। এতে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। একইসঙ্গে ভারত থেকে করোনা সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও বাড়ছে।
পরে সীমান্ত পিলার ১১৫১/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভিতরে কয়লাপোর্ট এলাকা হতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করা হয়। জব্দকৃত পণ্য নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করা যায়নি বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সারাবাংলা/এনএস
অর্ধকোটি টাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় পণ্য আটক