Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা বিক্রেতাকে আটকের পর লাখ টাকায় ‘ধামাচাপা’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ১৭:৫৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটকের পর এক লাখ টাকায় ধামাচাপা দেয় পুলিশ। তবে বিষয়টি জানাজানির পর জড়িত তিন পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ মোট ছয়জনকে গত রোববার (৮ আগস্ট) গ্রেফতার দেখানো হয়। আর গতকাল সোমবার (৯ আগস্ট) তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হয়।

গ্রেফতারকৃত তিন পুলিশ সদস্য হলেন— সাতকানিয়া থানার ঢেমশা তদন্ত কেন্দ্রের কনস্টেবল আরাফাত নাজিম উদ্দিন, শাহ মোহাম্মদ হাসান ও বিমল চাকমা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, গত শুক্রবার ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। কিন্তু বিষয়টি ঊধ্র্বতন কর্তৃপক্ষকে জানানো হয়নি। আটকের পর ওই বিক্রেতাকে আবার ছেড়েও দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরে তদন্তের উদ্যোগ নেই। জানতে পারি যে, এক লাখ টাকা নিয়ে তিন পুলিশ কনস্টেবল ওই মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে। পরে আমরা তাদের হেফাজত থেকে ইয়াবাগুলো ও এক লাখ টাকা উদ্ধার করেছি। এরপরই তাদের গ্রেফতার করা হয়।’

এর সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।

সারাবাংলা/আরডি/এনএস

ইয়াবা বিক্রেতাকে আটক লাখ টাকায় ধামাচাপা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর