Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন সনদের ভুল সংশোধনে স্বাস্থ্য অধিদফতরের ই-মেইল সেবা চালু

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ১৯:৫২

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে। ভ্যাকসিন গ্রহণের জন্য সবাইকে নিবন্ধন করতে হচ্ছে সুরক্ষা প্লাটফর্মে। তবে কিছু কারিগরি ত্রুটির অভিযোগ প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় ভ্যাকসিন কার্ড ও ভ্যাকসিন সনদ সম্পর্কিত কোনো ভুল পাওয়া গেলে তা সংশোধনের জন্য ই-মেইল সেবা চালু করেছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশোধনের বিষয় জানাতে নির্ধারিত ই-মেইল ঠিকানা প্রদান করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ ভ্যাকসিন ও ভ্যাকসিন সনদ সম্পর্কিত কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য স্বাস্থ্য অধিদফতরের নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় মেইলের মাধ্যমে সংশোধনের অনুরোধ জানাতে হবে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া ইমেইল অ্যাড্রেসটি হলো—info@dghs.gov.bd

উল্লেখ্য, দেশে ২৬ জানুয়ারি ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন থেকে দেশে সুরক্ষা প্লাটফর্মের মাধ্যমে নিবন্ধনও শুরু করা হয়।

সারাবাংলা/এসবি/এসএসএ

স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর