Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় স্টোরকিপারকে মারধরের অভিযোগ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২১ ২০:১২

নেত্রকোনা: আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ার আধা ঘণ্টার মধ্যেই ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় হাসপাতালের স্টোরকিপার মো. মির্জা আতাউর রহমান জুয়েলকে মারধরের অভিযোগে মো. নুরুল আমীন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক মো. নুরুল আমীন (৩২) আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের গিয়াস উদ্দিন আহমেদের ছেলে।

ওসি জানান, আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনের মতো আজ সকাল ১০টা থেকে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়। সকাল সাড়ে ১০টায় হাসপাতালের স্টোর কিপার ভ্যাক্সিন শেষ হয়ে যাওয়ার কথা বলে। এরপর ভ্যাকসিন নিতে আসা লোকজন হৈ চৈ শুরু করে দেয়। এক পর্যায়ে ভ্যাকসিন বিক্রি করে দিয়েছে বলে নুরুল আমীন নামে এক ব্যক্তি স্টোরকিপার জুয়েলকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় নুরুল আমীনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

সারাবাংলা/এসএসএ

স্টোরকিপারকে মারধর

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর