শ্যামপুর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ শনাক্ত
১০ আগস্ট ২০২১ ২৩:১৭
ঢাকা: রাজধানীর কদমতলীর শ্যামপুর থেকে উদ্ধার যুবকের মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এসে তাকে শনাক্ত করেন।
নিহতেরর ভগ্নিপতি মো. শাহিন জানান, ওই যুবকের নাম সাগর শিকদার (২২)। তার বাবা মৃত রতন শিকদার। বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আলীপুর গ্রামে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ থাকতেন। দুই ভাই তিন বোনের মধ্যে সাগর ছিল ছোট। তার স্ত্রী তানজিলা গ্রামের বাড়ি থাকেন।
শাহিন আরও জানান, তার শ্যালক সাগর ভাড়ায় তিন চাকার অটোরিকশা চালাতো। সোমবার (৯ আগস্ট) রাতে বাসায় ফিরতে দেরি দেখে তার বড় ভাই সুজন সিকদার সাগরের মোবাইলে একাধিকবার ফোন দেয়। প্রথমে মোবাইল ফোন বন্ধ থাকলেও মাঝে খোলা পাওয়া যায়। কিন্তু কেউ ফোন ধরছিল না। পরে ভোর রাতে ফোন ধরেন অজ্ঞাত এক ব্যক্তি। তিনি অপরপ্রান্ত থেকে বলেন, মোবাইল ফোনের মালিককে মারধর করে অটোরিকশা নিয়ে চলে এসেছি। পরে অনেক খোঁজার পর জানা যায় কদমতলী থানা পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে। এর পর থানায় যোগাযোগ করা হলে তারা ঢাকা মেডিকেলে সাগরের মৃতদেহ নেওয়া হয়েছে বলে জানান।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘সোমবার দিবাগত রাতে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে শ্যামপুর হাইস্কুল রোডের বেলতলা থেকে মৃতদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে এসে যুবকের স্বজনরা মৃতদেহ শনাক্ত করে। এবং ময়নাতদন্ত শেষে মৃতদেহ নিয়ে যায়।’
ওসি আরও বলেন, ‘সাগরের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি যে, তিনি অটোরিকশা চালাতেন। গত রাতে রিকশা নিয়ে বের হয়েছিলেন। কিন্তু অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাগরকে ছুরিকাঘাতে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের মামলা প্রক্রিয়াধীন আছে। আসামি ধরতে মাঠে কাজ করছে পুলিশ।’
সারাবাংলা/এসএসআর/পিটিএম