গণভবনের সামনে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
১১ আগস্ট ২০২১ ১০:৩১
ঢাকা: রাজধানীর মোহাম্মাদপুর থানাধীন গণভবনের সামনে লরির ধাক্কায় একজন মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। নিহতের নাম এ টি এম মোতাকাব্বির হোসেন জুয়েল (৪২)। গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুধবার (১১ আগস্ট) ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন। মোহাম্মাদপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) সাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে এসআই সাহিদুল ইসলাম জানান, রাতে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে গণভবন সংলগ্ন ক্রসিংয়ের বিপরীত পাশে একটি লরি তাকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘাতক লরিটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে শনাক্ত করার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
নিহত জুয়েল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আমিনুল ইসলামের ছেলে বলে জানা গেছে। বর্তমানে মোহাম্মাদপুর চন্দ্রিমা মডেল টাউনে থাকতেন তিনি। নির্মানাধীন ভবনের ঠিকাদারি করতেন।
সারাবাংলা/এসএসআর/এনএস