Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে ৮ দিন পর আবারও লঞ্চ চলাচল চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২১ ১৩:২২

চাঁদপুর: সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের ন্যায় চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রায় আট দিন পর আবারও লঞ্চ চলাচল চালু হওয়ায় এদিন সকালে লঞ্চঘাটে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার (১১ আগস্ট) সকাল থেকেই জেলা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

এদিকে যাত্রীদের চাপ সামাল দিতে ও যাতায়াত নিরাপদ করার জন্য অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। চাঁদপুরের নদীবন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কায়সারুল ইসলাম জানান, যাত্রীদের চাপ বেশি থাকায় লঞ্চ ছাড়ার নির্দিষ্ট সময়ের আগেই লঞ্চগুলো ঘাট ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বুধবার সকাল ছয়টা থেকে লঞ্চ চলাচল শুরু হলে ১০টা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ৮টি লঞ্চ ছেড়ে যায়।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জের উদ্দেশে আরও ৭টি লঞ্চ ছেড়ে যায়। এতেই যাত্রীদের চাপ অনেকটা কমেছে। যাত্রীদের চাপ কিছুটা বেশি থাকায় ধারণক্ষমতার অধিক যাত্রী নিতেও দেখা যায়।

স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা কাজ করছে বলেও জানান নদীবন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম।

সারাবাংলা/এনএস

চাঁদপুরে লঞ্চ চলাচল টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর