Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২১ ১৭:২৬

ঢাকা: পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ জিমির বিরুদ্ধে গুলশান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ’র আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন তিন দিনের রিমান্ড শেষে আসামি জিমিকে আদালতে হাজির করে ফের পাঁচ দিন দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তের দায়িত্বে থাকা সিআইডি।

এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্র থেকে এ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জিমির জামিন ও রিমান্ড নামঞ্জুরের আদেশ দেন আদালত।

এর আগে, গত ৬ আগস্ট রাত ৯টার দিকে গুলশান থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা দায়ের করা হয়। পরের দিন গত ৭ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ডিবি পুলিশ জানায়, পরীমনির অনৈতিক কাজের সহযোগীদের নাম পাওয়া গেছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।

সারাবাংলা/এআই/টিআর

কস্টিউম ডিজাইনার জিমি পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর