ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সিএনজি অটোররিকশার ধাক্কায় আহত মারাজ মিয়া (১৯) নামে এক পথচারীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আহত হওয়ার পর ৩টার দিকে তার মৃত্যু হয়।
মৃত মারাজের স্বজন রুহুল আমিন জানান, তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মীরের পাড়া গ্রামের অধিবাসী। মারাজের বাবার নাম সোনাউর মিয়া। তিনি কুড়িল বিশ্বরোড এলাকায় বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে দারোয়ানের কাজ করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।