Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আরও ১২ মৃত্যু, সংক্রমণের হার ২৬%

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২১ ১৮:০১

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৭২ জন।

বুধবার (১১ আগস্ট) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, আগেরদিন মঙ্গলবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৭২ জন। এর মধ্যে নগরীর ৪৪৪ জন এবং ৩২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সংক্রমণের হার ২৬ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞাপন

উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে হাটহাজারীতে। এদিন হাটহাজারীতে ৭৫ জন, রাউজানে ৬২ জন, বোয়ালখালীতে ৫৩ জন, আনোয়ারায় ৩৫ জন, ফটিকছড়িতে ২৬ জন, সাতকানিয়ায় ২৪ জন, সীতাকুণ্ডে ১৭ জন, বাঁশখালী, পটিয়া ও চন্দনাইশে ৮ জন করে, মীরসরাইয়ে ৭ জন, লোহাগাড়ায় ৩ জন এবং রাঙ্গুনিয়ায় ২ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে সন্দ্বীপে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে কেউ শনাক্ত হননি।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জন নগরীর এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯২ হাজার ৬৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৬৮ হাজার ৩৩৮ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ২৪ হাজার ৩৪১ জন।

করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট এক হাজার ৯৪ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৬৩৯ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৪৫৫ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

করোনা করোনাভাইরাস কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর