Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরি, জার্মানিতে ব্রিটিশ নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২১ ১৮:৪৮

রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরির দায়ে জার্মানিতে এক ব্রিটিশ নাগরিককে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি বার্লিনে যুক্তরাজ্য দূতাবাসে কাজ করতেন। মঙ্গলবার (১০ আগস্ট) তাকে আটক করা হয়। বুধবার জার্মানির এক কর্মকর্তা বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, জার্মান ও ব্রিটিশ কর্তৃপক্ষের যৌথ তদন্তের ভিত্তিতে ৫৭ বছর বয়েসী ডেভিস এস. নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে গত নভেম্বর থেকে কাজ করছিলেন বলে জানানো হয় বিবৃতিতে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, আটক হওয়ার আগে যুক্তরাজ্য দূতাবাসে ওই ব্যক্তি ভাড়ায় কাজ করতেন। তিনি দূতাবাসের কিছু নথি বড় অঙ্কের অর্থের বিনিময়ে রুশ গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেন।

এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশের অপর এক বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ কাউন্টার টেরোরিজম ইউনিট ওই ঘটনার তদন্ত করেছে। তবে তদন্তের নেতৃত্ব দিয়েছে জার্মান কর্তৃপক্ষ। এ ঘটনার বিস্তারিত তাদের হাতেই রয়ে গেছে।

এ ঘটনায় রুশ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। ইউরো নিউজের খবর।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর