বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রের চীনা শ্রমিক ‘নিখোঁজ’
১১ আগস্ট ২০২১ ২০:১০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত চীনের এক নাগরিকের সন্ধান মিলছে না। সংশ্লিষ্টদের ধারণা, প্রকল্প সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন।
বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে ওই চীনা শ্রমিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী।
নিখোঁজ শ্রমিকের নাম জি কুইনজেন। তিনি তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের দায়িত্বপ্রাপ্ত অন্যতম প্রতিষ্ঠান মাউমিং কোম্পানির সহযোগী সিপিপি কোম্পানির অধীনে কর্মরত। মূলত তিনি একজন পাইপ মিস্ত্রি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপ ১৩২০ মেগাওয়াটের কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। নির্মাণের দায়িত্বে আছে চীনা প্রকৌশল প্রতিষ্ঠান।
বাঁশখালীর ইউএনও সাইদুজ্জামান চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আওতায় সাগর সংলগ্ন এলাকায় পাইপ বসানো হচ্ছে। আজ (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে ওই শ্রমিক পাইপ ফিটিংয়ের কাজে সেখানে যান। আমরা জানতে পেরেছি, ওই শ্রমিক নিয়মিত মাছ ধরেন সাগরে। এসময় তাকে সেখানে কাজের ফাঁকে মাছ ধরতে দেখা গেছে। সকাল সাড়ে ১১টার দিকে কাজের বিরতির সময় থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তিনি লাঞ্চ করতেও যাননি। দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পে জানায়।’
এদিকে শ্রমিক নিখোঁজের খবর পেয়ে ইউএনও, বাঁশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের মাধ্যমে সাগরে ও আশপাশের এলাকায় তল্লাশি করা হচ্ছে বলে ইউএনও সাইদুজ্জামান চৌধুরী জানিয়েছেন।
ঘটনাস্থলে যাওয়া বাঁশখালী ফায়ার স্টেশনের অফিসার আব্দুর রহমান সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমরা আগে বিষয়টি পর্যবেক্ষণ করছি। যদি ডুবুরির মাধ্যমে তল্লাশি করতে হয়, তাহলে সে উদ্যোগ নেব।’
সারাবাংলা/আরডি/টিআর