নব্য জেএমবির ৩ সদস্য রিমান্ডে
১১ আগস্ট ২০২১ ২১:১১
ঢাকা: রাজধানীর কাফরুল এলাকা থেকে গ্রেফতার নব্য জেএমবির সামরিক শাখার প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান রাজু ওরফে ইসমাঈল হাসান ওরফে ফোরকানসহ তিন জনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১১ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এই রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন- সাইফুল ইসলাম মারুফ ওরফে বাসিরা ও মো. রুম্মান হোসেন ফাহাদ ওরফে আব্দুল্লাহ।
এদিন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটের পুলিশ পরিদর্শক (নি.) ইলিয়াস হোসেন তিন আসামিকে আদালতে হাজির করে কাফরুল থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।
গত ১০ আগস্ট রাতে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে এই তিন জনকে গ্রেফতার করে সিটিটিসি। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরক পদার্থ, জিআই পাইপ, রিমোট কন্ট্রোল ডিভাইস, লোহার বল, সাংগঠনিক কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কাফরুল থানায় সন্ত্রাস বিরোধ আইনের মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এআই/পিটিএম