Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘অস্ত্র কেনাবেচা’ চক্রের ৩ সদস্য গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২১ ২১:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে প্রাইভেট কারে তল্লাশি করে অস্ত্রসহ এক তরুণকে গ্রেফতারের পর তার তথ্যে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিন জনই সংঘবদ্ধ ‘অস্ত্র কেনাবেচা’ চক্রের সদস্য।

মঙ্গলবার (১০ আগস্ট) গভীর রাত পর্যন্ত নগরীর কোতোয়ালি থানার বক্সিরহাট ও হালিশহর থানার মুহুরি পাড়া উত্তর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার তিন জন হলেন— মো. কায়েস (২৩), নজরুল ইসলাম আনু (২৫) ও সাজ্জাদ হোসেন সজীব (২৭)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বক্সিরহাটে একটি প্রাইভেট কারকে পুলিশ থামার সংকেত দেয়। এসময় কারটি থামানোর পর সেখান থেকে কায়েস দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন। তাদের ধাওয়া দিয়ে পুলিশ আটক করে। তার কাছে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

‘কায়েসকে আমরা থানায় এনে জিজ্ঞাসাবাদ করি। সে জানায়, হালিশহরের আনু ও সজীবের কাছ থেকে অস্ত্রটি সংগ্রহ করে পুলিশের চোখ ফাঁকি দিতে এক হাজার টাকায় কার ভাড়া করে সে বক্সিরহাটে যাচ্ছিল। সেখানে একজনের কাছে তার অস্ত্রটি দেওয়ার কথা ছিল। এ তথ্যের ভিত্তিতে আমরা আনু ও সজীবকে গ্রেফতার করি। তারা জানায়, ওবায়দুল হাসান আলভী নামে এক যুবকের কাছ থেকে অস্ত্রটি কিনে কায়েসের কাছে বিক্রি করেছিল। আলভীকে গ্রেফতারের চেষ্টা চলছে,’— বলেন ওসি নেজাম উদ্দিন।

ওসি আরও জানান, গ্রেফতার তিন জন ও আলভী সংঘবদ্ধ অস্ত্র কেনাবেচা চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকা থেকে অস্ত্র কিনে অপরাধী চক্রের কাছে টাকার বিনিময়ে সরবরাহ করেন। পলাতক আলভীসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গ্রেফতার তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

অস্ত্র কেনাবেচা গ্রেফতার ৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর