Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরুভূমি থেকে সবুজে পরিণত হয়েছে বরেন্দ্র অঞ্চল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ০৯:১৪

চাঁপাইনবাবগঞ্জ: কয়েক দশক আগেও বরেন্দ্র অঞ্চলের পরিচিতি ছিল দেশের মরুভূমি হিসেবে। কিন্তু বর্তমানে এই এলাকার রুক্ষ লাল মাটিতেও উৎপাদন হয় সোনালী ফসল। বছরের কোনো সময়ই অনাবাদি হয়ে পড়ে থাকে না বরেন্দ্র অঞ্চলের এক টুকরো জমিও। সরকারের নানামুখী পদক্ষেপের কারণে মরুভূমি এখন পরিণত হয়েছে সবুজের সমারোহে। বরেন্দ্র অঞ্চলের এই পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। বরেন্দ্র অঞ্চলের মানুষের কথা ভেবে প্রায় তিন যুগ আগে বিএমডিএ প্রতিষ্ঠা করার পর এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও কৃষি খাতে আমূল পরিবর্তন এসেছে।

বিজ্ঞাপন

পুকুর পুনঃখনন ও ভূ-গর্ভস্থ পানি উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র সেচে ব্যবহার (এসডব্লিউআইপি) প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনি অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা।

বিএমডিএ’র আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বুধবার (১১ আগস্ট) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান। অনুষ্ঠানের শেষে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বগুড়া অঞ্চলে বিএমডিএ’র খনন করা পুকুরের ধারে বৃক্ষরোপন করা হয়।

ভিডিও কনফারেন্সে বেগম আখতার জাহান বলেন, বরেন্দ্র অঞ্চলের পুকুর খননের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পানির সঠিক ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এতে বরেন্দ্র অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা এসব পুকুরে গোসল করাসহ এর পানি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারছে। খরাপ্রবণ এলাকায় পানির উৎস নিশ্চিত হওয়ায় এর সুবিধা পাচ্ছে বরেন্দ্র অঞ্চলের লাখ লাখ বাসিন্দা। এতে তারা জমি চাষাবাদসহ, অনাবাদি জমির সর্বোচ্চ ব্যবহার করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলে বিএমডিএ’র খনন করা এসব পুকুরের ধারে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধী গাছ রোপণ করা হলে তারা আরও বেশি উপকৃত হবে। পরিবেশের পাশাপাশি নানা প্রয়োজনে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটা গাছ কাটলে আরও দুইটা লাগাতে হবে।

প্রকল্প পরিচালক মো. শরীফুল হকের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ প্রান্ত হতে অতিথি ছিলেন বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি। এসময় আরও উপস্থিত ছিলেন বিএমডিএ’র বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুবিধাভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠী ও এলাকাবাসী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

বরেন্দ্র অঞ্চল

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর