Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক দিবস: তথ্য ও গবেষণা উপকমিটির গবেষণাপত্র প্রণয়ন প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ১৩:০৪

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপকমিটি ‘গবেষণাপত্র প্রণয়ন প্রতিযোগিতা ২০২১’ আহ্বান করেছে। জাতির পিতার হত্যার ষড়যন্ত্রকারী কারা, এই হত্যাকাণ্ডের সুবিধাভোগী কারা, এই হত্যাকাণ্ডে বাঙালি জাতি ও রাষ্ট্রের কী ক্ষতি হয়েছে, বিচার রহিতকরণে রাষ্ট্র ও মানবতার কী ক্ষতি হয়েছে—এসব বিষয়ে জাতির স্বার্থে এবং ইতিহাসের দাবির আলোকে আইনি, সাংবিধানিক, আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অধিকতর তথ্যানুসন্ধান এবং গবেষণার প্রয়োজনে এই প্রতিযোগিতার আহ্বান করা হয়। প্রতিটি গ্রুপের সেরা পাঁচটি গবেষণা পত্রের রচয়িতার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুধু ১৫ আগস্ট নয়, আমাদের এই গবেষণাপত্র প্রণয়ন প্রতিযোগিতা চলমান থাকবে। প্রতি মাসেই আমরা আলাদা বিষয় নির্ধারণ করে গবেষণা প্রণয়ন প্রতিযোগিতা কার্যক্রম চলমান রাখব। আর এই গবেষণাপত্রের বিষয়ের উপর আগামী ৩১ আগস্ট পর্যন্ত আগ্রহীরা তাদের গবেষণা কার্যক্রম জমা দিতে পারবেন।

প্রতিযোগিতায় গ্রুপ ‘ক’ এর বিষয়—সপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ড এবং এর বিচার রহিতকরণে জাতি ও রাষ্ট্রের ক্ষতি: আইনি, সাংবিধানিক, আর্থ-সামাজিক ও রাজনৈতিক মূল্যায়ন। এই গ্রুপে অংশ নিতে পারবেন দেশে-বিদেশে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আইনের শিক্ষার্থীরা। গবেষণা পত্রের আকার হতে হবে সর্বোচ্চ ৭০০০ শব্দ।

প্রতিযোগিতায় গ্রুপ ‘খ’ এর বিষয়—জাতির পিতার হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী ও সুবিধাভোগীদের তথ্যানুসন্ধান: ঐতিহাসিক দলিলাদির আলোকে বিশ্লেষণ। এই গ্রুপে অংশ নিতে পারবেন শিক্ষক, গবেষক, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবী। গবেষণা পত্রের আকার হতে হবে সর্বোচ্চ ১০০০০ শব্দ। গবেষণাপত্রের রেফারেন্সিং স্টাইল: অক্সফোর্ড, গবেষণাপত্রের ভাষা: বাংলা অথবা ইংরেজি,

গবেষণাপত্র মূল্যায়নে গঠিত বিচারকরা হলেন, বিচারপতি সামসুদ্দিন চৌধুরী, সাবেক বিচারক, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ড. মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন, অজয় দাশ গুপ্ত, সিনিয়র সাংবাদিক, ড. বিশ্বজিৎ চন্দ, সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ড. আশফাক হোসেন, অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এসএসএ

গবেষণাপত্র প্রণয়ন প্রতিযোগিতা শোক দিবস

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর