Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ১৩:২৫

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৭ জন করোনা ও ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরনকারী ১৬ জনের মধ্যে ৭ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৯ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৭ জন, নেত্রকোনার ৫ জন, শেরপুরের ৩ জন ও গাজীপুরের ১ জন ছিলেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ২২ জনসহ করোনা ইউনিটে ৪২৯ জন চিকিৎসাধীন রয়েছে। নতুন করে ১৪১৭ টি নমুনা পরীক্ষায় ৪৩৩ জন শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ জেলার সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত করোনায় ২১৩ জন মারা গেছেন।

সারাবাংলা/এসএসএ

ময়মনসিংহ মেডিকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর