Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ১৭:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর ও শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে রয়েছেন গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর গ্রামের ইমরান আলীর ছেলে ইয়াসিন (১৮) ও শেরপুর কোঠাডাঙ্গা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত ঝাড়িয়ার ছেলে বৃদ্ধ হৃদয় ওরাঁও (৫২)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাড়ির উঠানে বসে ছিলেন বৃদ্ধ হৃদয়। অন্যদিকে একই সময়ে গরু আনার জন্য মাঠে যায় কিশোর ইয়াসিন। এসময় বজ্রপাত হলে দুইজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

বজ্রপাতে দুই জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) দিলীপ কুমার দাস।

পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খান জানান, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই হঠাৎ করে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/একেএম

বজ্রপাতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর