Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের স্যাটেলাইট অভিযান ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২১ ১৮:০৯

যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের নতুন স্যাটেলাইট ইওএস-০৩ উৎক্ষেপণের পর কক্ষপথে পৌঁছতে ব্যর্থ হয়েছে। খবর এএনআই।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি রকেটে করে স্যাটেলাইট উৎক্ষেপণের পর সে খবর টুইটারে জানিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

তারপরই ঘটে বিপর্যয়। এ ব্যাপারে ইসরো জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় ধাপে রকেটের কার্যক্রম স্বাভাবিকই ছিল। কিন্তু তৃতীয় ধাপ অর্থাৎ চূড়ান্ত ধাপে যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এছাড়াও, ত্রুটি থাকার কারণে স্যাটেলাইটটিকে কক্ষপথে বসানো যায়নি বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান।

প্রসঙ্গত, চলতি বছর ভারতের দ্বিতীয় মহাকাশ অভিযান। চার বছর পর এই প্রথম ব্যর্থ হলো দেশটির স্যাটেলাইট মিশন। পৃথিবীতে ঝড়, বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার জন্য স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/একেএম

ইওএস০৩ ভারতের স্যাটেলাইট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর