Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুরার ছুটি পরিবর্তন হওয়ায় বৃহস্পতিবার ব্যাংক লেনদেন চলবে

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ২০:৩৭

ঢাকা: আগামী ১৯ আগস্টের (বৃহস্পতিবার) পরিবর্তে ২০ আগস্ট (শুক্রবার) পবিত্র আশুরা ছুটি পূনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বৃহস্পতিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আশুরা উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, পবিত্র আশুরা উপলক্ষে ১৯ আগস্ট (বৃহস্পতিবার) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে আশুরা (১০ মহরম) ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট (শুক্রবার) নির্ধারণ হওয়ায় ছুটির তারিখও পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ আগস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি থাকবে। যদিও এদিন শুক্রবার হওয়ায় এমনিতে সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ।

সারাবাংলা/জিএস/পিটিএম

আশুরা ছুটি ব্যাংক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর