গুলিস্তানে পুলিশ বক্সে হামলা: জঙ্গি মিশুকের জামিন স্থগিত
১২ আগস্ট ২০২১ ২০:৫৮
ঢাকা: রাজধানীর গুলিস্তানে পুলিশ বক্সের কাছে ২০১৯ সালে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় গ্রেফতার জঙ্গি মিশুক খান মিজানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
২০১৯ সালের প্রথম দিকে রাজধানীর গুলিস্তান, মালিবাগ, ধানমন্ডিসহ চারটি স্থানে পুলিশের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। এরমধ্যে ওই বছরের ২৯ এপ্রিল গুলিস্তান পুলিশ বক্সের কাছে দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর বোমা হামলা হয়। এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম, লিটন চৌধুরীসহ তিনজন আহত হন।
পরে একই বছরের ২৩ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে মিশুক খান মিজানসহ দু’জনকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এসময় মিশুক খানের তথ্যের ভিত্তিতে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক ফরিদউদ্দিন রুমিকে ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পান মিশুক খান। পরে রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে।
সারাবাংলা/কেআইএফ/এমও