Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপ্টেম্বরে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ছাত্রফ্রন্টের

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২১ ০০:৫৬

ঢাকা: সেপ্টেম্বরের শুরুতেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। পাশাপাশি বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের দ্রুত ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাষ্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানায় সংগঠনটি।

সরকার ভয় পেয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না এমন দাবি করে মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, সবকিছু খোলা রাখা হলেও বন্ধ রাখা হয়েছে শিক্ষা ‍প্রতিষ্ঠান। মূলত ভয় থেকেই সরকার এই কাজ করছে। আমরা দেখেছি, গত দেড় বছরে স্বাস্থ্যখাতে কী দুর্নীতি হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। সরকার জানে, এসব নিয়ে শিক্ষার্থীরা ফুঁসে উঠলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে । তাই করোনার অজুহাত এনে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না।`

এসময় ছাত্রফ্রন্ট নেতা রাশেদ বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান।

তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে ভ্যাকসিন কার্যক্রম চললে এ বছরও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। আমরা আর আশ্বাসে বিশ্বাস রাখব না। শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় ভ্যাকসিনের আওতায় নিয়ে এসে সেপ্টেম্বরের এক তারিখ থেকেই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।

মানবন্ধনে সংগঠনটির দফতর সম্পাদক সালমান সিদ্দিকী বলেন, কেবল শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ করে রাখা হয়েছে। বাকিসব কিছুই চলছে। শিক্ষা মানুষকে বিবেকবান করে। এই আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী দুঃশাসন জনগণের উপর চাপিয়ে দিয়েছে। তরুণ যুব সমাজ এদের বিরুদ্ধে লড়তে চায়৷ এজন্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা সঠিক শিক্ষা পেতে না পেরে৷`

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/এসএসএ

ছাত্রফ্রন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর