Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালে সাধারণ চিকিৎসা থেকে বঞ্চিত রোগীদের পাশে ওয়েভ ফাউন্ডেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২১ ০৯:৪২

চুয়াডাঙ্গা: করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকায় কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে গিয়ে সাধারণ চিকিৎসা নিতে পারছেন না রোগীরা। করোনাকালে এসব সাধারণ চিকিৎসা থেকে বঞ্চিত রোগীদের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গার ওয়েভ ফাউন্ডেশন। করোনার ভয় এড়িয়ে চিকিৎসা পেয়ে রোগীরা অনেক উপকৃত হচ্ছেন। তাছাড়া ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন জানান, করোনা প্রতিরোধে এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেশ কিছু কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বিধিনিষেধ চলাকালীন শুধুমাত্র চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় বাসিন্দাদের চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে। এছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি, দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারে প্রবীণ সামাজিক কেন্দ্রে, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের সমৃদ্ধি কেন্দ্রে, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বড় মসজিদের পাশে, সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া পীচমোড়, মনোহরপুর ইউনিয়নের প্রবীণ সামাজিক কেন্দ্রে, বাঁকা ও কেডিকে ইউনিয়ন পরিষদে করোনাকালীন সেবা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এসব সেবার মধ্যে রয়েছে- সাধারণ রোগীদের চিকিৎসা, করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ, করোনা উপসর্গ রোগীদের টেলিমেডিসিন সেবা ও করোনা ভ্যাকসিন গ্রহণে ফ্রি অনলাইন রেজিস্ট্রেশন, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া।

সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া পীচমোড়ে করোনার ভ্যাকসিন গ্রহণে ফ্রি অনলাইন রেজিস্ট্রেশন করতে আসা ফারহানা সুলতানা (জানান, করোনার ভ্যাকসিন গ্রহণে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এদিক সেদিক দৌড়াতে হচ্ছে না। এখানেই রেজিস্ট্রেশন করা যাচ্ছে। এতে এখানকার গ্রামাঞ্চলের মানুষ উপকার পাচ্ছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে টেলিমেডিসিন সেবা নিয়েছেন দামুড়হুদা উপজেলার জাহাঙ্গীর ও ইসরাত এবং জীবননগর উপজেলার আরিফ।

করোনা প্রতিরোধে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এ.এস.এম.মারুফ হাসান বলেন, এই সময়ে সাধারণ চিকিৎসা সেবার কার্যক্রম পরিচালনা ইতিবাচক দিক। চিকিৎসা সেবাকে গুরুত্ব দিয়ে আরও স্বেচ্ছাসেবী সংগঠনকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এসএসএ

ওয়েভ ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর