Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যে বন্দুক হামলায় ৬ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২১ ১২:৫৬

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্লিমথ শহরে বন্দুক হামলার ঘটনায় এক শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলা চলে। সন্দেহভাজন বন্দুকধারীসহ পাঁচ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক নারীর মৃত্যু হয়।

এ ব্যাপারে লেবার পার্টির স্থানীয় আইনপ্রণেতা লুক পোলার্ড টুইট করে জানিয়েছেন, মৃতদের মধ্যে ১০ বছরের কম বয়সী এক শিশুও রয়েছে।

পুলিশ বলছে, এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই ।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে বন্দুক হামলার ঘটনা বিরল। দেশটিতে ১১ বছরের মধ্যে এই প্রথম বন্দুক হামলার ঘটনা ঘটলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দুকধারী প্রথমে একটি বাড়ির সদর দরজায় জোরে জোরে লাথি মারে। পরে এক নারী ও তার মেয়েকে গুলি করে।

প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, আধা-স্বয়ংক্রিয় বন্দুকসহ হামলাকারীর পরনে কালো ও ধুসর রংয়ের পোশাক ছিল। বন্দুকধারী পরে ওই বাড়ির পেছনের পার্ক দিয়ে পালিয়ে যায়। সে সময় দুই কুকুরপালককে গুলি করে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সারাবাংলা/একেএম

প্রাণহানি বন্দুক হামলা যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর