নওগাঁ: বস্তুনিষ্ঠ ও জনকল্যাণকর সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার (১৩ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণের কথা চিন্তা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। ফলে সাংবাদিকরা উপকৃত হচ্ছেন। করোনাকালে প্রধানমন্ত্রীর এ সহায়তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সব শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে খাদ্যমন্ত্রী জেলার ৫১ জন সাংবাদিকদের হাতে মোট ৫ লাখ ১০ হাজার টাকার চেক তুলে দেন।
জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, পৌর মেয়র নজমুল হক সনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশিদ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনিম, সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলসহ অন্যরা বক্তব্য রাখেন।