Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু ছিলেন উচ্চ মানবিকতা গুণসম্পন্ন মানুষ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২১ ২২:৫০

ফাইল ছবি

ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন উচ্চ মানবিকতা গুণসম্পন্ন মানুষ। মানুষের প্রতি ছিল তার প্রগাঢ় ভালোবাসা আর মমত্ববোধ।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৪ আগস্ট) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত ওয়েবিনারের প্রধান অতিথি হিসেবে বক্তৃতার সময় তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু এই দেশ আর দেশের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। তিনি এদেশকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু এদেশের মানুষকে ভালোবাসতেন বলেই এতটা ত্যাগ স্বীকার করতে পেরেছিলেন।’

প্রতিমন্ত্রী এ সময় দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান এ. মতিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর আতিউর রহমান, সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ জামির, বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক প্রফেসর ফখরুল আলম অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।

এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের বিভাগীয় প্রধান প্রফেসর ইমতিয়াজ এ. হোসেন, ইংরেজি বিভাগের প্রফেসর আহসানুজ্জামান অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন। ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান।

সারাবাংলা/জেআর/পিটিএম


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর