Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংক্রমণ নিয়ন্ত্রণে ৩টি বিষয় বিধিনিষেধের আওতায় রাখার পরামর্শ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২১ ২৩:৩২

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দেশে তিনটি বিষয় বিধিনিষেধের আওতায় রাখার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।

তিনি বলেন, তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো এখনো বিধিনিষেধের আওতায় থাকা উচিত বলে মনে করি। তার মধ্যে প্রথমেই রয়েছে, পর্যটন কেন্দ্রগুলো খুলে না দেওয়া। দ্বিতীয়ত, সব সভা-সমাবেশ বন্ধ করে দিতে হবে। হোক সেটা রাজনৈতিক, দলীয় বা ধর্মীয়। তৃতীয়ত, রেস্টুরেন্টগুলো খোলা থাকলেও যেন সেখানে বসে খাওয়া-দাওয়া বা আড্ডা না হয়। সেখানে শুধু খাবার বিক্রি হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।

অধ্যাপক সহিদুল্লা বলেন, এই তিনটি বিষয়ে বিধিনিষেধ আরোপের জন্য আমরা সরকারকে বিশেষভাবে বলেছি।

তিনি বলেন, আমাদের আরও কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। সে অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর নয়ত বড় কোনো বিপদের মুখোমুখি হতে হবে।

সারাবাংলা/এসবি/এসএসএ

বিধিনিষেধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর