বুড়িগঙ্গায় ঝাঁপ দেওয়া নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
১৫ আগস্ট ২০২১ ০০:৩৯
কেরানীগঞ্জ: স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়ে ঝগড়া করে পোস্তগোলা চীন মৈত্রী ১ম সেতু থেকে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নুসরাত আক্তার মালা (১৮) নামে তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৪ আগস্ট) সকাল ১০ টার দিকে বুড়িগঙ্গা নদীর পাগলা তালতলা এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সুরতহাল শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগের পরিপ্রেক্ষিতে নিহতের স্বামী মজিবরকে (২৪) আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার ১০ টার দিকে এক যুবক ও যুবতীকে ব্রিজের উপর ঘুরতে দেখে স্থানীয় দোকানদাররা। এর কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ওই যুবক যুবতীকে মারধর করতে দেখে এগিয়ে গেলে জানতে পারে তারা স্বামী-স্ত্রী। পরে স্থানীয় দোকানদাররা আর কথা না বলে চলে আসে। তাদের মধ্যে তুমুল ঝগড়ার একপর্যায়ে স্ত্রী ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে মজিবরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আত্মহত্যায় প্ররোচনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সারাবাংলা/এসএসএ