Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন দূতাবাস ঘেরাওয়ে পুলিশের বাধা


১৩ ডিসেম্বর ২০১৭ ১৩:০৫

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : জেরুজালেমকে মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক ইজরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে  মার্কিন দূতাবাস ঘেরাওয়ে হেফাজতে ইসলামের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। হেফাজতের মিছিলটি বুধবার সাড়ে ১২টার দিকে কাকরাইল মোড়ে এলে হেফাজতের নেতাকর্মীরা পুলিশের বাধায় পড়েন।

কর্মসূচি পালনের জন্য বুধবার সকাল ১১টা থেকে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় জড়ো হতে শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। এ সময় পল্টন এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এরপর সাড়ে ১২টার দিকে হেফাজতের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হন। কাকরাইলে গেলে মিছিলটিতে বাধা দেয় পুলিশ।

পুলিশের বাধা পেয়ে হেফাজতের নেতাকর্মীরা বায়তুল মোকাররমে ফেরত আসেন। পরে সেখান থেকে ৫ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দিতে দূতাবাসে যান।

মার্কিন দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে হেফাজতে ইসলামের মিছিল বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হয়। মিছিল পুর্ব সমাবেশে জুনাইদ বাবুনগরী, নুর হোসাইন কাসেমী জুনাইদ আল হাবিব, মাহফুজুল হক সাহেবসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত থাকেন।

গত ৭ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  তিন ধর্মের পবিত্র স্থান পবিত্র বায়তুল মোকাদ্দাসের শহর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন।

সারাবাংলা/এসআর/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর