Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক, ভিসা ও মাস্টারকার্ড থেকে বিকাশে অ্যাড মানিতে ক্যাশব্যাক

সারাবাংলা ডেস্ক
১৫ আগস্ট ২০২১ ২২:৩১

করোনাকালে ঘরে থাকার এই সময়ে গ্রাহকরা ব্যাংক এবং বাংলাদেশে ইস্যু করা ভিসা ও মাস্টারকার্ড থেকে বিকাশে টাকা আনলেই বা অ্যাড মানি করলেই পাচ্ছেন ক্যাশব্যাক। যেসব গ্রাহক প্রথমবার অ্যাড মানি করছেন, তারা বিকাশ অ্যাকাউন্টে ২ হাজার টাকা বা তার বেশি এবং যেকোনো গ্রাহক ৫,৫০০ টাকা অ্যাড মানি করলেই পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। অফার দু’টি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিটি অফারের ক্ষেত্রে গ্রাহক একবারই ক্যাশব্যাক পাবেন।

বিজ্ঞাপন

করোনা সংক্রমণের এই সময়ে সুরক্ষিত থাকতে ক্যাশবিহীন ডিজিটাল লেনদেনের প্রতি নির্ভরতা বেড়েছে। কেনাকাটা থেকে শুরু করে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, বিল পরিশোধ সহ নানা সেবা ঘরে বসেই বিকাশের মাধ্যমে গ্রহণ করা সহজ হয়েছে। তাই এই সময়ে ব্যাংকে থাকা গ্রাহকের টাকা তার প্রয়োজন অনুযায়ী ব্যবহারে আরও বেশি সক্ষমতা দিয়েছে বিকাশের ‘অ্যাড মানি’ সেবা।

যেসব গ্রাহক প্রথমবার অ্যাড মানি করছেন তাদের জন্য ২,০০০ টাকা কিংবা তার বেশি অ্যাড মানিতে রয়েছে ১০০ টাকা ক্যাশব্যাক। লেনদেনের পরবর্তী দুই-তিন কর্মদিবসের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে ক্যাশব্যাক পৌঁছে যাবে। অফারের বিস্তারিত এবং অ্যাড মানি করার পদ্ধতি জানা যাবে https://www.bkash.com/bn/add-money-new-user লিংকে।

পাশাপাশি যেকোনো গ্রাহক ব্যাংক, ভিসা কিংবা মাস্টারকার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে ৫,৫০০ টাকা অ্যাড মানি করলেই পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অফারের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/bn/add_money_cashback লিংকে।

এই মুহূর্তে দেশের শীর্ষস্থানীয় ২৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে টাকা আনতে পারছেন অ্যাড মানি সেবার মাধ্যমে।

এছাড়া বিকাশে টাকা এনে গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন বা অনলাইন কেনাকাটা, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেওয়া, স্কুল-কলেজের বেতন পরিশোধ, কর পরিশোধ, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ, বিমান-ট্রেন-বাস-লঞ্চ সহ সব ধরনের যানবাহনের টিকেট কেনা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়াসহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন। পাশাপাশি জরুরি প্রয়োজনে দেশজুড়ে বিকাশের প্রায় ৩ লাখ এজেন্ট পয়েন্টে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ক্যাশ আউটও করতে পারছেন গ্রাহক।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

অ্যাড মানি ক্যাশব্যাক বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর