পিরোজপুর: জেলার মঠবাড়িয়ার সাপলেজায় জান্নাতি বেগম (২১) নামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেন। এ খবর শুনে ওই গৃহবধূর বাবা জাকির হোসনেও (৪৫) বিষপান করে আত্মহত্যা করেছেন।
সোমবার (১৬ আগস্ট) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাবা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মামুনকে আটক করেছে।