Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৯৭

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২১ ১৩:৩৯

হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯৭ জন। এতে আহত হয়েছেন আরও ৫ হাজার ৭০০ জনের বেশি। উদ্ধার তৎপরতা এখনও জারি আছে। বিবিসির খবর।

নিহতদের মধ্যে ১ হাজার ৫৪ জনই দেশটির দক্ষিণ প্রশাসনিক অঞ্চলের বাসিন্দা। এছাড়া গ্র্যান্ড এন্সেতে ১১৯ জন এবং নিপ্পেসে মারা গেছে আরও ১২২ জন। সরকারি তথ্যমতে, ভূমিকম্পে ১৩ হাজার ৬৯৪টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও ১৩ হাজার ৭৮৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার ক্যারিবীয় দেশটিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, শনিবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সেন্ট লুই ডু সুড শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। তবে এ ভূমিকম্প ১২৫ কিলোমিটার দূরের জনবহুল পোর্ট অব স্পেনেও অনুভূত হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর লি কায়ে। এ শহর ছাড়াও অন্যান্য শহরের ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও মৃতদেহ উদ্ধার তৎপরতা চলছে। দেশটির প্রধানমন্ত্রী আরিয়েল অরি মাসব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হাইতিতে জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর অনুমোদন দিয়েছেন। জাতিসংঘও উদ্ধারকাজে সহায়তা করছে। এর বাইরেও হাইতির অন্যান্য প্রতিবেশী দেশ হাইতিতে চিকিৎসকসহ অন্যান্য জরুরি সহায়তা পাঠাচ্ছে।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর