ঢাকা: আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জামিন শুনানির তারিখ আগামী ১৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন।
পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, এদিন পরীমনির জামিন শুনানি করতে চেয়ে বিশেষ আবেদন করি। আদালত জামিন শুনানি না দিয়ে আগামী ১৮ আগস্ট শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।
গত ৪ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে র্যাব। পরের দিন ৫ আগস্ট পরীমনি-রাজসহ চারজনকে চার দিন করে রিমান্ডে পাঠান আদালত। এরপর গত ১০ আগস্ট পরীমনি ও তার সহযোগীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।