দুই লাখ কোটি ডলার স্পর্শ করল ক্রিপ্টোকারেন্সির বাজার
১৬ আগস্ট ২০২১ ১৪:৩০
বিটকয়েনের দাম বেড়ে যাওয়ায় ক্রিপ্টোকারেন্সির বাজার ফের ২ ট্রিলিয়ন (২ লাখ কোটি) ডলার স্পর্শ করেছে। শনিবার ডিজিটাল মুদ্রা বিটকয়েনের ব্যাপক মূল্য উল্লম্ফন ঘটে। এর প্রভাবে বড় হয়েছে ক্রিপ্টোকারেন্সির বাজার। কয়েনডেস্কের পরিসংখ্যানে, শনিবার বিটকয়েনের দর বেড়ে দাঁড়ায় ৪৮,১২৬.৪৭ মার্কিন ডলারে।
মূলত চলতি বছরের মে থেকেই বিটকয়েনের দর ব্যাপক বৃদ্ধি পায়। গত এপ্রিলে প্রতিটি বিটকয়েনের মূল্য সর্বোচ্চ ৬৪ হাজার ডলার স্পর্শ করে। তবে জুন ও জুলাইয়ে ব্যাপক পতনে বিটকয়েনের মূল্য নেমে যায় ২৯ হাজার ডলারে। সম্প্রতি ফের এ ডিজিটাল মুদ্রার মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
শনিবার বিটকয়েনের দর প্রায় ১ হাজার ডলার বৃদ্ধি পাওয়ায় সার্বিকভাবে ক্রিপ্টোকারেন্সির বাজারের আকারও বড় হয়েছে। উল্লেখ্য যে, এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো ক্রিপ্টোকারেন্সির বাজার ট্রিলিয়ন ডলার স্পর্শ করে।
সিএনবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সিনেটে ১ লাখ ২০ হাজার কোটি ডলারের অবকাঠামো বিল পাস হয়েছে। এ বিলটিতে ক্রিপ্টো মার্কেটের সংশোধনীও পাস হওয়ার কথা ছিল। তবে সিনেট সদস্যরা সংশোধনী ছাড়াই বিলটি পাস করেন। সিনেটের এ সিদ্ধান্ত বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে সহায়তা করেছে।
ক্রিপ্টোকারেন্সি মুদ্রার কোনো কেন্দ্রীয় ব্যাংক বা নির্দিষ্ট দেশ নেই। ইন্টারনেটের এ মুদ্রার লেনদেন হয়ে থাকে। বিটকয়েনের অন্যতম শীর্ষ একজন পৃষ্ঠপোষক মার্কিন ধনকুবের এলন মাস্ক।
সম্প্রতি এ মুদ্রার দর অনিয়ন্ত্রিতভাবে উঠানামা করছে বলে লক্ষ্য করা যাচ্ছে। ২০১৩ সালে বিটকয়েনের দর সর্বোচ্চ উঠে ৪০০ ডলার পর্যন্ত। তবে মাত্র ৪ বছর পর এ মুদ্রার দাম ২০ হাজার ডলার পর্যন্ত উঠে যায়। উত্থানপতনের পর বর্তমানে এ মুদ্রার দর ৩০ থেকে ৫০ হাজার ডলারের মধ্যে উঠানামা করছে।
সারাবাংলা/আইই