বাসায় বসে করোনার ভ্যাকসিন, সপ্তাহ পেরোতেই জামিন
১৬ আগস্ট ২০২১ ১৭:০৮
চট্টগ্রাম ব্যুরো: নগরীতে নিয়ম ভেঙে বাসায় বসে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন গ্রহণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দু’জনকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (১৬ আগস্ট) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মো. রেজা তাদের জামিন মঞ্জুর করেছেন। দুই আসামি হলেন— নগরীর জাকির হোসেন সড়কের বাসিন্দা মো. হাসান (৩৫) ও তার বন্ধু মোবারক আলী (৩৩)। এদের মধ্যে হাসান ভ্যাকসিন গ্রহণ করেন এবং মোবারক তাকে সহযোগিতা করেন।
আসামিদের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘যে তিনটি ধারায় মামলা হয়েছে, বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং চুরির অভিযোগ— এসবের একটিও তাদের বিরুদ্ধে প্রযোজ্য নয়। তারা সরল বিশ্বাসে বাসায় বসে করোনার ভ্যাকসিন নিয়েছেন। ভ্যাকসিন প্রদান কেন্দ্রে না গিয়ে তারা যদি অপরাধ করেন, তাহলে হেফাজতে ইসলামের আমীর বাবুনগরী সাহেবও তো সমান অপরাধী। তিনিও তো কেন্দ্রে না ঢুকে গাড়িতে বসে ভ্যাকসিন নিয়েছেন।’
‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও গাড়িতে বসে ভ্যাকসিন নিয়েছেন। সেটা না হয় সাবেক প্রধানমন্ত্রী ওনার এবং রাষ্ট্রের প্রটোকলের কারণে নিয়েছেন, কিন্তু বাবুনগরী তো কোনো ভিআইপি নন, ওনার তো কোনো প্রটোকল নেই। উনি কেন আইন ভঙ্গ করলেন? এসব বিষয় জামিন শুনানিতে আমি আদালতের কাছে পেশ করেছি। আদালত সন্তুষ্ট হয়ে দু’জনকেই জামিন দিয়েছেন’— বলেন ইফতেখার সাইমুল।
তৃণমূল পর্যায়ে গণভ্যাকসিন প্রদান কর্মসূচি চলাকালে গত ৭ আগস্ট নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডে একটি বাসায় বেআইনিভাবে ভ্যাকসিন নেওয়ার ঘটনা ঘটে। পরদিন ভ্যাকসিন গ্রহীতা একজন নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন। এরপর পুলিশ অভিযানে নেমে গ্রেফতার করে দু’জনকে।
এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে ‘সরকারি ভ্যাকসিন আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের অভিযোগে’ দণ্ডবিধির ৩৭৯, ৪০৬ ও ৪২০ ধারায় চারজনকে আসামি করে খুলশী থানায় মামলা দায়ের করেন। মামলায় ভ্যাকসিন গ্রহীতা হাসান ও সাজ্জাদ, তাদের সহায়তাকারী মোবারক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে কর্মরত ল্যাব টেকনিশিয়ান যীশু দত্তকে (৩৫) আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, হাসান ও মোবারক আলী পরস্পরের বন্ধু। মোবারক আলী তার পূর্বপরিচিত যীশুকে বাসায় নিয়ে অবৈধভাবে ভ্যাকসিন দেওয়ার জন্য ঠিক করেন। প্রতি ডোজ এক হাজার টাকার বিনিময়ে যীশু নগরীর জাকির হোসেন রোডে মোবারক আলীর বাসায় গিয়ে হাসান ও সাজ্জাদকে ভ্যাকসিন দেন।
অভিযুক্ত যীশু দত্তকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তিনি গণভ্যাকসিন কর্মসূচির আওতায় চসিকের অস্থায়ী ভ্যাকসিন প্রদান কেন্দ্র নগরীর উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ কেন্দ্রে ‘কোভিড ভ্যাকসিন’ প্রদান কার্যক্রমে দায়িত্বরত ছিলেন। তবে পুলিশ এখনো যীশুকে গ্রেফতার করতে পারেনি। এছাড়া ওই মামলায় হাসান ও মোবারককে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
সারাবাংলা/আরডি/এনএস