‘এশিয়ায় ক্ষমতার পালাবদলে দেশেও একটি সাম্প্রদায়িক গোষ্ঠী উল্লসিত’
১৬ আগস্ট ২০২১ ১৯:২২
ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দক্ষিণ এশিয়ায় ক্ষমতার মঞ্চে পালাবদলে বাংলাদেশের একটি সাম্প্রদায়িক গোষ্ঠী উৎসাহিত হচ্ছে, উল্লসিত হচ্ছে। তাই আমরা মনে করি, সামনের দিনগুলোতে ষড়যন্ত্রের বৈরিতা আরও তীব্র হবে। দুর্যোগে সংকটে পরীক্ষিত মানবিক নেতৃত্ব দেশরত্ম শেখ হাসিনার সামনে অনেক চ্যালেঞ্জ, আওয়ামী লীগের সামনে অনেক চ্যালেঞ্জ।
সোমবার (১৬ আগস্ট) জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন।
সভার শুরুতে ১৫ আগস্ট নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুক্ত ছিলেন। গণভবন প্রান্তে অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল সোবহান গোলাপ। বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত আছেন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ১৯৮১ সালে দেশে ফিরে আসার প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘সময়ের বন্ধুর পরিক্রমায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ধীরে ধীরে হয়ে উঠেছেন আস্থার ঠিকানা, উন্নয়ন অগ্রযাত্রার পুরোধা। পিতার উন্নয়নের পথরেখা ধরেই তার নেতৃত্বে আজ অদম্য এক নতুন বাংলাদেশ এগিয়ে চলছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘৭৫’ পরবর্তী দেশকে যে ঘোর অমানিষার আঁধারে নিয়ে গিয়েছিল প্রতিক্রিয়াশীল চক্র, সেই বাংলাদেশকে পুনরুদ্ধার করেছেন। আপনি আছেন বলেই ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিচার হয়েছে। জাতির কলঙ্ক মোচন হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে। আমাদের স্বপ্ন আজ আকাশের সীমানা পেরিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটে ভর করে মহাকাশের সীমানা ছুঁয়েছে। বাংলাদেশ আজ পারমাণবিক বিশ্বের সদস্য। আপনি জয় করেছেন সুনীল সমুদ্রসীমা। স্বপ্নের পদ্মাসেতু দৃশ্যমান।’
বাংলাদেশের রাজনীতিতে সততার প্রতীক বঙ্গবন্ধুকন্যা দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই পরিবারকে ধ্বংসের অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও ষড়যন্ত্রের কুশীলবরা সক্রিয়। এখনও এই পরিবারকে ঘিরেই বাংলাদেশের রাজনীতি-উন্নয়ন আবর্তিত হচ্ছে। তৃতীয় প্রজন্মসহ বঙ্গবন্ধু পরিবার আজ স্বমহিমায় উজ্জ্বল। তাদের কর্ম সততা, সাহসিকতা, দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্ব দিচ্ছে।’
ষড়যন্ত্রের তীব্র বৈরী স্রোত মোকাবিলা করেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনিমার্ণের অভিষ্ঠ লক্ষ্যে আমাদের পূর্ব, পৃথিবীর সূর্য শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শেখ হাসিনা আমাদের আস্থার সুবর্ণরেখা। ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে তিনি সৃষ্টির পতাকা উড়ান। জীবনও জীবিকার মধ্যে ভারসাম্য তৈরি করে করোনা সংকট মোকাবিলার তার নেতৃত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত।
উন্নয়ন এবং স্বাধীনতাকামী এই জাতিকে দমিয়ে রাখার সাধ্য কোনো ষড়যন্ত্রকারীর নেই। যত ষড়যন্ত্রই হোক বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাবে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সারাবাংলা/এনআর/পিটিএম