Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ২০:১২

ঢাকা: বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। সোমবার (১৬ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেনটিয়েভিজ মানটিটস্কি সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।

পারস্পারিক সম্মতির ভিত্তিতে জ্বালানি খাতের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে সমঝোতা স্বাক্ষরের উপর গুরুত্বারোপ করা হয় দ্বিপাক্ষিক আলোচনায়। রাশিয়ান রাষ্ট্রদূত বলেন, ‘এটা দ্রুত করা হলে উভয় দেশই লাভবান হবে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও গভীর সমুদ্রে অনুসন্ধান কার্যক্রমে রাশিয়া অবদান রাখতে পারে।’

বিজ্ঞাপন

রাশিয়াকে পরীক্ষিত বন্ধু অভিহিত করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দিতে রাশিয়ার সহযোগিতা করতে পারে। তেল-গ্যাস অন্বেষণেও রাশিয়ার অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সৃষ্টি হয়েছে নিরাপদ বিনিয়োগের পরিবেশ।’

এসময় প্রতিমন্ত্রী রাশিয়ার সরকারি ও বেসরকারি কোম্পানির বিনিয়োগকে বাংলাদেশে স্বাগত জানানো হবে বলেও জানান।

সারাবাংলা/জেআর/এমও

খনিজসম্পদ প্রতিমন্ত্রী জ্বালানি খাত টপ নিউজ নসরুল হামিদ রাশিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর