চট্টগ্রামে ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন
১৬ আগস্ট ২০২১ ২১:৩৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করেছে দেশটির সহকারী হাই কমিশন। সোমবার (১৬ আগস্ট) বিকেলে নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। স্বাধীনতার ৭৫ বছরে অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি, সংস্কৃতিসহ বিভিন্নক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে ভারত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে তারা। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ভারত-বাংলাদেশের মৈত্রীর বন্ধন সবসময় অটুট থাকবে।
এর আগে স্বাগত বক্তব্যে ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বৃটিশ বিরোধী আন্দোলনে প্রাণ দেওয়া চট্টগ্রামের সন্তান মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারসহ সকল বিপ্লবীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরিন আক্তার, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া চট্টগ্রামের সিইও সুব্রত কুমার বিশ্বাস, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ দানিশ ত্রিপাঠি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সারাবাংলা/আরডি/এনএস