Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ০৯:৫২ | আপডেট: ১৭ আগস্ট ২০২১ ১৪:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। তাদের বয়স আনুমানিক ২৮ ও ৩৮ বছর। র‌্যাবের দাবি নিহতরা ডাকাত দলের সদস্য।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে র‌্যাব। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাব-১০ এর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত দু’জনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে র‌্যাব-১০ এর সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে এলে মৃত ঘোষণা করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

কেরানীগঞ্জ বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর