Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১/১১’র কুশীলবদের চিহ্নিত করতে দলীয় তদন্ত কমিশনের দাবি নানকের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ১১:২৪

ঢাকা: দলীয়ভাবে একটি তদন্ত কমিশন করে এক/এগারোর কুশীলবদের মুখোশ উন্মোচন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ‘তাদের’ চিহ্নিত করা এখন রাজনৈতিক প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৬ আগস্ট) জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুক্ত ছিলেন। গণভবন প্রান্তে অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল সোবহান গোলাপ।

বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সূচনা বক্তব্য করেন। আরও বক্তব্য রাখেন সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি ও হুমায়ুন কবির।

সভার শুরুতে ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়।

এক/এগারোর সময় যুবলীগের চেয়ারম্যানের দায়িত্বে থাকা জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মির্জা আজম এখানে উপস্থিত আছেন। এক/এগারোর পরে আমরা এক জায়গায় আত্মগোপনে থেকে কাজ করেছি।’

বিজ্ঞাপন

এক/এগারোর কুশীলবদের বিচার করার জন্য রাষ্ট্রীয়ভাবে তদন্ত কমিশন করা সম্ভব না হলেও দলীয়ভাবে একটি তদন্ত কমিশন গঠন করে মুখোশ উন্মোচন করার দাবি জানানো হয়। এবিষয়ে নানক বলেন, ‘দলীয়ভাবে একটি তদন্ত কমিশন করে তাদের চিরদিনের জন্য আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিহ্নিত করার রাজনৈতিক প্রয়োজন দেখা দিয়েছে।’

১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিল দাবি করে তিনি বলেন, ‘সেই জিয়া যদি জড়িত না থাকে তাহলে হত্যাকাণ্ডে জড়িতদের বিদেশে নিরাপদে যাওয়ার ব্যবস্থা কেন করে দিল? কেন তাদের চাকরির ব্যবস্থা করে দিল? জিয়া যদি জড়িতই না হয় তাহলে হত্যাকাণ্ডে জড়িতদের কেন রাজনৈতিক দল তৈরি করার সুযোগ করে দিল? জিয়া হত্যকাণ্ডে জড়িত ছিল বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার চিরদিনের জন্য বন্ধ করে ইনডেমনিটি আইন পাস করে ওদের শেষ রক্ষা করার চেষ্টা করেছিল?’

জাতির পিতার হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের রায় কার্যকর করার প্রসঙ্গ তুলে নানক আরও বলেন, ‘যারা খুন করেছে তাদেরকে আমরা দেখেছি, তাদের বিচার হয়েছে। কিন্তু আমরা দেখতে চাই, এই আগস্ট ট্রাজেডির সঙ্গে আর যারা নেপথ্যে দেশীয় এবং আন্তর্জাতিক কলকাঠি নেড়েছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে।’

সারাবাংলা/এনআর/এমও

১/১১ ১/১১’র কুশীলব তদন্ত কমিশন নানক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর