নোয়াখালীতে শিব মন্দিরে ভাঙচুর, যুবক আটক
১৭ আগস্ট ২০২১ ১২:০৬
নোয়াখালী: জেলার পৌরসভার মইজদী বাজারের মাস্টারপাড়ায় শিব মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্ত যুবককে স্থানীয় হিন্দুরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটক মোসলেহ উদ্দিন ওরফে শাকিল (১৮) জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের আবদুর গফুরের ছেলে।
সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার মাইজদী শহরের মাষ্টারপাড়ার পরেশ বাবুর বাড়ির একটি শিব মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরের দায়িত্বে থাকা সুভাষ চন্দ্র দে জানান, ওই যুবক শিব মন্দিরের ভিতরে থাকা দু’টি শিব মূর্তির একটি উপুড় করে ফেলে রাখে এবং পাশে থাকা অন্য বিগ্রহের ডান হাত ভেঙে ফেলে। বাড়ির লোকজন খবর পেয়ে মন্দিরের সামনে থেকে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘মূর্তি ভাঙচুরে অভিযুক্ত যুবকের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
সারাবাংলা/এমও