আকাশ পথে বেবিচকের নতুন নির্দেশনা
১৭ আগস্ট ২০২১ ১৪:৩৮
ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি যেন দিনকে দিন এভিয়েশন খাতকে বিপাকে ফেলছে। তাই এভিয়েশনকে বাঁচাতে নতুন নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক)। নতুন করে ২৭টি দেশের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সংস্থাটি। তবে ২৭টি মধ্যে ১১টি দেশ থেকে করোনার ভ্যাকসিন না নেওয়া থাকলে দেশে প্রবশে করা যাবে না, এক কথায় তারা বাংলাদেশে আসতে পারবে না।
গতকাল সোমবার (১৬ আগস্ট) রাতে এই বিধিনিষেধ আরোপ করে বেবিচক। সংস্থাটির সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড অপারেশন) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবীর স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
ওই নির্দেশনায় বলা হয়, করোনার ভ্যাকসিন না নিলে ১১টি দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না। দেশগুলো হলো— আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া ও স্পেন। তবে এসব দেশে আটকে পড়া বাংলাদেশের নাগরিকরা দূতাবাসের অনুমতির মাধ্যমে দেশে আসতে পারবেন।
অপরদিকে আরও বলা হয়, ১৬টি দেশে থেকে করোনার পূর্ণ ডোজ ভ্যাকসিন না নিয়ে কেউ বাংলাদেশে এলে তাদের নিজ খরচে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে থাকতে হবে। দেশগুলো হচ্ছে— ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, পানামা, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিসিয়া ও যুক্তরাজ্য। তবে এসব দেশে যারা করোনার পূর্ণ ডোজ ভ্যাকসিন নিয়ে ১৪ দিন ইতোমধ্যে অতিবাহিত করেছেন, তারা বাংলাদেশে এসে বাড়িতে ১৪ দিনের হোম কোয়ানেটাইনে থাকতে হবে।
তবে করোনার ভ্যাকসিন নেওয়া থাকলেও পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া ও আসা যাবে। যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে।
সারাবাংলা/এসজে/এনএস