Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির নেতাকর্মীরা শান্তিভঙ্গের চেষ্টা করেছিল’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ১৭:৫৫

ঢাকা: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর নামে দলের নেতাকর্মীরা শান্তিভঙ্গের চেষ্টা করেছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাই পরিস্থিতি শান্ত করতে পুলিশ বাধ্য হয়ে টিআর গ্যাস নিক্ষেপ করে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, বিএনপির মহানগরের দুই গ্রুপ উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতাকর্মীরা শত শত লোকজন নিয়ে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। সেখানে গিয়ে শ্রদ্ধা জানানোর নামে বিএনপির নেতাকর্মীরা শান্তিভঙ্গের চেষ্টা করেছিল। যে কারণে পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি শান্ত করেছে।

আরও পড়ুন: চন্দ্রিমা উদ্যানে পুলিশের গুলিতে বিএনপির ২ নেতা আহত

জিয়ার সমাধিতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারিরীক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও সেখানে তারা উশৃঙ্খলভাবে সরকারের সেই নির্দেশনা উপেক্ষা করে শত শত লোকজন জড়ো করে শান্তিভঙ্গের চেষ্টা করেছেন এবং পুলিশের ওপরে বেধরক ইট পাটকেল ছুঁড়েছেন। তাই পুলিশও বাধ্য হয়ে টিয়ার গ্যাস ছুড়েছে।

এর আগে, মঙ্গলবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ বেশ কয়েকজন আহত হোন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনএস

চন্দ্রিমা উদ্যান জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা শান্তিভঙ্গের চেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর