Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইতির ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪১৯

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২১ ১৮:২৮

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ছয় হাজার ৯০০ জন। এছাড়াও, ৩৭ হাজার ৩১২ বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে। রয়টার্স।

সোমবার (১৬ আগস্ট) স্থানীয় সময় বিকালে হাইতির কর্তৃপক্ষ ভূমিকম্পে মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। একইসঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হুঁশিয়ার করেছেন তারা।

এদিকে, ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চলাকালীন দেশটির দক্ষিণ উপকূলে ঝড়ের প্রভাবে শুরু হয়েছে অবিরাম বৃষ্টিপাত। ভারি বর্ষণে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় বন্যা দেখা দিয়েছে।

স্থানীয়দের বরাতে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর ঝড়-ভারি বর্ষণ এবং বন্যায় ওই অঞ্চলে মানবিক সংকট তীব্রতর হয়েছে।

এর আগে, শনিবার (১৪ আগস্ট) সাত দশমিক দুই মাত্রার এক ভূমিকম্পে অর্থনৈতিকভাবে নাজুক দেশটির হাজার হাজার ভবন ধসে পড়ে।

ভূমিকম্পে সবচেয়ে বিপর্যস্ত রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমের লি কাইয়ে শহর এবং আশেপাশের এলাকা। স্থানীয় হাসপাতালগুলোতে মারাত্মক রোগীর চাপ সৃষ্টির খবর জানিয়েছে রয়টার্স।

হাসপাতালের বাইরে মার্সেলিন চার্লস নামে এক নারী জানান, ভূমিকম্পে তার বাড়ি ধসে পড়ার সময় ইটের আঘাতে তার এক মাস বয়সী শিশু আহত হয়েছে; মেয়ের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি বলেছেন, এখন নষ্ট করার মতো সময় তাদের হাতে নেই। ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছাতে তারা তাদের প্রচেষ্টা কয়েকগুণ বাড়াবেন।

প্রসঙ্গত, ১১ বছর আগেকার সেই ভয়াবহ ভূমিকম্পের ধকল এখনো সামলে উঠতে পারেনি হাইতি। ২০১০ সালের ওই ভূমিকম্পে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর