Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি চাকরিজীবীদের প্রতি বছর ডোপ টেস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ২০:০২

ফাইল ছবি

ঢাকা: সরকারি চাকরিজীবীদের বছরে এক বার বাধ্যতামূলক ডোপ টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। টেস্টে পজিটিভ হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

এর দুই বছর আগে, সরকারি চাকরিজীবিদের ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় সিদ্ধান্ত বাস্তবায়নে লিখিত নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু নানান কারনে তা আর বাস্তবায়িত হয়নি।

এবার ওই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার কঠোর হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদককে নিরুৎসাহিত করতে চাকরিতে প্রবেশের সময় এবং প্রতি বছর বাধ্যতামূলক ডোপ টেস্টসহ অনেক ধরণের প্রস্তাবনা আসছে।

তিনি বলেন, ইউনিভার্সিটি-কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী কিংবা নতুন যোগ দেওয়া শিক্ষকদেরও এ ব্যবস্থার আওতায় আনার ব্যাপারেও আলোচনা হয়েছে।

কবে থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে জানতে চাইলে, মন্ত্রী বলেন, আলোচনা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে মন্ত্রিপরিষদ সচিব সংবাদমাধ্যমকে জানাবেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৫ ডিসেম্বর সরকারি চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়।

সারাবাংলা/জেআর/একেএম

ডোপ টেস্ট সরকারি চাকরিজীবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর