Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ আগস্ট থেকে বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ২০:২৪

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-ভারতের মধ্যে বিমান চলাচল আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে। এয়ার বাবলের আওতায় দেশটির সঙ্গে আকাশপথে এই যোগাযোগ শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এয়ার বাবল ফ্লাইটে যাত্রীরা সরাসরি এক গন্তব্য থেকে ফ্লাইটে উঠে নির্দিষ্ট গন্তব্যে নামবেন। তৃতীয় কোনো বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করবে না।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের ৩১টি অ্যাম্বুলেন্স বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী মন্ত্রীর কাছে এসব অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। মোট ১০৯টি অ্যাম্বুলেন্স দেওয়ার কথা থাকলেও বাকিগুলো এক মাসের মধ্যে হস্তান্তর করা হবে বলে জানান বিক্রম দোরাইস্বামী।

সারাবাংলা/টিএস/এসএসএ

টপ নিউজ বাংলাদেশ-ভারত বিমান চলাচল


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর